শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

কক্সবাজারের মহেশখালী উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, শনিবার ভোরে উপজেলার হোয়ানক ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কাউছার আলম (৩৭) ওই ইউনিয়নের পূর্ব কালাগাজী পাড়ার জোনাব আলীর ছেলে।
ওসি প্রদীপ বলেন, “এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দুই দল সন্ত্রাসী সংঘর্ষে লিপ্ত হয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।
“এ সময় পাহাড়ের খাদ থেকে কাউছারকে চোখে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টায় তার মৃত্যু হয়।”
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করেছে বলে জানান ওসি প্রদীপ।
তিনি বলেন, পূর্ব কালাগাজী পাড়ায় আধিপত্য বিস্তারের জেরে দীর্ঘদিন ধরে স্থানীয় জোনাব আলী ও জালাল বাহিনীর মধ্যে বিরোধ চলছে। এর জেরে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহত কাউছারের বিরুদ্ধে খুন, অপহরণ ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে মহেশখালী থানায় ছয়টি মামলা রয়েছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন